আজকে বসে যা ভেবেছি,
কালকে কি তাতে কাজ হবে?
আজকে মনে যে আছে,
সে কি চিরকাল আমার রবে?
আজকে এত পরিশ্রম করছি,
কালকে কি তার ফল পাবো?
আজকে যে ডিগ্রী অর্জিত হলো,
কাল কি তার দাম পাবো?
আজকে বয়স কম বলে,
কালকে কি বয়স একি রবে?
আজকে কিশোর, কালকে যুবা,
পরশু কি তবে বুড়ো হবো?
আজকে যতটা স্মরণে আছে,
আগামীকাল কি একি স্মৃতি রবে?
স্মৃতির পাতায়, রঙ্গীন সুতোয়,
নতুন করে কি কিছু লেখা হবে?
এইযে আজ-কাল নিয়ে-
অযাচিত সকল ভাবনা!
কে জানে কি হবে?
কেউ বলতে পারেনা!
জীবনের চলার পথে,
জীবনের গল্পগুলো সাজানো হয়।
জীবনের মঞ্চে রঙ্গতামাশা,
কুশীলবেরা কি মেনে লয়?
এ নিয়ে চলছে জীবন,
জীবনের শত নিয়মে!
আজ-কালের এই গল্পসম্ভার,
লেখা হোক মরমে!
২৭ সেপ্টেম্বর, ২০২৩, বিকাল ৪ টা।