একদিন তোকে ভালো লেগেছিল একদিন ভালবেসেছিলাম,
মুখ ফুটে কিছু হইনি বলা তোকে কতটা চেয়ে ছিলাম।
ভুলে যেতে তোকে চেয়েছি অনেক করেছি অনেক প্রচেষ্টা
বারবার তাও ফিরে ফিরে আসে তোরই কাছে এ মনটা।
তুই আমার আঁধারের আলো, তুই আমার রুপকথা
লিখে রেখেছি তোর জন্য একশো পাতার কবিতা।
জানি কোনোদিন হবে না বলা মনের গোপন বেদনা।
সব কিছু বুঝি,তবু বুঝি না তুই আমাকে ভালবাসিস না।।

স্বপ্নে যখন দেখি তোকে তখনও আমি ভীতু,
কিছু যে তোকে বলব গিয়ে তাও হয়না মিতু।
ঘুম ভেঙে জেগে ভুলেছি স্বপ্ন ভুলতে পারিনা তোকে।
তোর কবিতা, তোর নাটক আটকে আমার মুখে।
তুই সত্যিই ঋষি, অথবা ঋষি র মতন কিছু;
মনে মনে শুধু ভালবেসে গেছি ,নিতে পারিনি পিছু।।

মুখ ফুটে কভু বলতে পারিনি হৃদয়ে জমানো কাব্য --
না, তুই আমার হ'বি না এ যে আমার ভবিতব্য।
সব জানি বুঝি, তবুও বুঝি না কেন তুই অপরূপ সুন্দর,
এত দেখি তোকে তবু বারে বারে আঁখি যে গোনে প্রহর
তোর আগমনের কিংবা গমনে সর্বদা আমি সজাগ;
রোজ দুইবার দেখিব তোকে আর কিছু না, থাক।

কিছু দিন পর কলেজ বন্ধ যে যার নিজের ঘরে
আর কোনদিন দেখিব না তোকে,তা মেনে নিই কি করে?
বুঝি সমস্তটা, তবুও বুঝি না তুই যে আমার কে --
তোকে ভালবাসি নাকি ভালবাসা খুঁজি প্রিয়তমা ঋষিকে।।