তুমি সেই মহীয়সী সাহসী নারী!
যার চোখের কোনে দু'এক ফোটা জল,
আমাকে ভেঙ্গেচুরে করে দেয় বিহ্বল।
যে হাসিতে আমার মৃত্যু লুকানো রয়;
তুমিই হাসো সেই অমোঘ মায়াবী হাসি,
তোমাকে ভালোবাসতেই ভালোবাসি!
বুকের জমিনে চাষ হয় ক্লান্তির শোক,
মাটির ঘ্রাণে মিশে রয় কত অভিযোগ,
আমি চাই শুধু তোমার ভালো হোক!
তুমি আকাশ নও,মেঘের সাথে কথা কও,
আমি চাইনা তুমি আমার একার করে হও,
মধ্য রাতের ভয়ের ঘুমে তুমিই জেগে রও!
তুমি সেই দিক বিজয়ী জয়ের নিশান,
উড়তে থাকা মধ্য হাওয়ায় শুকনো পাতা,
তোমার জন্যে জীবন ধন্য, বাঁচা মরা তথা।
তোমার কান্না আমার জনম ভরের দুখ,
কেন এক জীবনের কান্না আমায় দিলে?
হঠাৎ কেন ধোঁয়ার মত মিলিয়ে গেলে?
তোমায় শেষ দেখা,শোনা তোমার কণ্ঠস্বর,
আমার বুকের ভেতর উথাল পাথাল ঝড়,
তুমি ভালোবাসার রূপে ভীষণ ভয়ংকর!!