আমাদের দেখা হোক বিষণ্ণ সন্ধ্যায়
ক্লান্ত কোন এক পথের বাঁকে,
যেখানে জীবন শুধু নিজেকে হারায়
চোখ দুটি স্বপ্ন খুঁজতে থাকে।
আমাদের কথা হোক না বলা কথায়
বোবা কান্না থাক মুখের ভাষায় ,
অভিমানি ঝড় এসে ভেঙ্গে দিক ঘর
আমরা মরে যাই বাঁচার আশায়।
আমাদের হাসি গুলো গড়িয়ে নামুক
পাহাড়ের কোন এক অচেনা চূড়ায়,
দিন শেষে অভিযোগের হিসেব কষে
দুজনেই থেকে যাই দুজনার ক্ষমায়।
আমাদের ভালোবাসা মিশে যায় চিন্তায়
মন খারাপের বন্ধ দুয়ার খুলে,
যতটা ভালোবাসা হয়নি বলা কখনো
তার অধিক রয় ঠিক কিংবা ভুলে।