তোমার রেখে যাওয়া শহরে,আমার কোন বন্ধু নেই।
আমি বন্ধুহীন শূন্যতা কে বিদায় দিয়েছি জেনে বুঝেই।
তোমার শহরে আমার প্রিয় গাছ ভেসে গ্যাছে নদী ভাঙ্গনে,
লুটপাট হয়ে গ্যাছে সভ্যতা,মোড়ানো অচেনা অভিমানে।
কাশফুল বদলে নিজেকেই ফ্যাকাসে রঙে নুইয়ে পরেছে কবে,
তোমার শহরে তুমি নেই কিছু নেই,সেই না থাকার দায়ভার নেবে?
তুমি ছিলে এই শহরের অলিগলি আমার চেনা অচেনা রাস্তায়,
যেনো নিস্তব্দ রাত্রিরে করুণ সুরে ডাহুকের কান্না ভেজা ভাষায়।
আজ তুমি নেই , প্রেম নেই,নেই বিষাদের ধুলোয় ঝাপসা চোখ,
বুকের মধ্যে দীর্ঘশ্বাসে আঁকড়ে ধরে মৃত্যুর অবিলাষী শোক।
তোমার না থাকা জুড়ে রয়ে গেলো শুধু শহরের বিরহী অভিশাপ,
ফাগুণের দিনে তপ্ত আগুনে জ্বলে স্মৃতির মোড়কে ঢাকা পাপ।
তোমায় মনে করে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে অব্যক্ত সব প্রলাপ,
যত তীব্র গতিতে এগিয়ে সামনে তারচে পিছালাম কয়েক ধাপ।
তুমি নাই কিছু নাই সব যেনো ঝলসে যাওয়া সময়ের কিছু স্মৃতি,
তবুও তোমার শহরেই পরে রয় এই জীবনের লাভ কিংবা ক্ষতি।
তুমি নেই প্রাণ নেই , নেই কোন এই জীবনের চাওয়া পাওয়া ,
তোমাতেই তবু রয় বেঁচে থাকা, তোমার শহরেই হেঁটে যাওয়া।