তখন হারিয়ে যাবার ভয়ে
হতাম আমি নত ,
দুঃখ সুখের ক্লান্তি গুলো
থাকতো ব্যক্তিগত !
এখন আমি রাজার মতন
সাহস নিয়েই হাঁটি,
পায়ের তলায় আঁকড়ে রয়
ভালোবাসার মাটি!
ঠোঁটের কোনে ঘামে ভেজা
নোনতা স্বাদের জলে,
ভুল গুলো সব বদলে যায়
হাজার রঙের ফুলে !
যখন হেরে গিয়ে হলাম একা
সব মানুষের ভীরে,
তুমিই প্রথম এগিয়ে এসে
হাতটি  ছিলে ধরে।
শিখেছিলাম সেদিন আমি
কাটিয়ে উঠতে ভয়,
নিজেকে জয় করতে হলে
বদলে যেতে হয় ।
বিশ্ব থাকে নিজের ভেতর
স্বপ্ন ভরাট বুকে,
হারতে হারতে মানুষ একদিন
জিতে যাওয়া শেখে।
তোমার চোখে দেখে ছিলাম
যুদ্ধ ঘৃণা ক্ষয়,
আপন মানুষ যায়না ছেড়ে
প্রাণের মধ্য রয়।
সব হারানোর ব্যথায় কত
কান্না ছিলো জমা,
আঘাত যারা দিয়ে গেলো
করছি তাদের ক্ষমা।
তোমার হাসিতে বাঁচার মায়া
তুমিই রাখো মরণে,
তোমার তরেই জীবন দান
থাকো আমার সর্বখানে।
তুমি মানেই সাহস আমার
রক্তে আগুন জ্বালো,
সবাই যখন দূরে পালায়
তুমিই বাসো ভালো।