আবার দেখা হবে,
ফিরবো খুব দ্রুতই বলে যারা আর ফিরে আসেনি,
সময় সুযোগ ছিলো-
কিন্তু ছিলোনা যাদের ফেরার কোন তাড়া ,
তাদের জন্যে বুকের মধ্যে থেকে থেকে মধ্য রাতে হাহাকার !
অথচ-একদিন ঠিক চলে যাবো ,
এই শেষ বোঝাপড়া,
বলতে বলতেও যারা থেকে যাচ্ছে দিনের পর দিন ,
কাটাচ্ছে অবারিত সন্ধ্যা,
মেনে নিয়ে মানিয়ে নিয়ে ,
নিজের ইচ্ছে খুশি বিসর্জন দিয়ে,
শেষ অব্দি যারা থেকে যায়,
যাচ্ছে তাদের জন্যে শূন্যতা নেই,
হাহাকার নেই , আগলে রাখার বাসনা নেই-
কিন্তু ঠিক কেন ?
যে যাবার সে চলে গেছে ,
এই চলে যাওয়া মেনে নিতে না পারার আক্ষেপ,
অথচ সে সব ঝড় ,যন্ত্রণায় আগলে রাখলো,
সে ছেড়ে যাবেনা তার নিশ্চয়তা,
আমাদের প্রতিনিয়ত করে দেয় কদরহীন, যত্নহীন।
অথচ ছেড়ে যাওয়া মানুষ গুলোর থেকে যারা থেকে যাওয়া মানুষ,
যদি তাদের আমরা একটু যত্ন নিতাম,
তবে হয়তো সুন্দর হতো আগামী গুলো।
আরো একটু ভালো হতো দিন যাপন !
মধ্য রাতের হাহাকারের বদলে উৎসবে রঙিন হতো সময় গুলো।
আহ! কত আক্ষেপ আগলে আমাদের বেঁচে থাকা,
কত অবহেলায় রয়ে যায় থেকে যাওয়া আমাদের মানুষ গুলো !