মানুষের ভাবনা/আচরণ সম্পর্ক বদল হয়,
খুব দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘতম সময়ের জন্য।
মানুষ মানুষ কে মূল্যায়ন করে অর্থ দিয়ে,
এটা নতুন কিছু নয়,তেমনি-
কোন মানুষের সাথে সহজে মিশলে,
মানুষ ভেবে নেয় নিতান্তই তুচ্ছ !
অথচ বিপদে সেই মানুষ কেই সাহায্য করলে,
তার ভাবনা চিন্তা বদলে যায়।
বদলে যায় মায়া,মমতা,স্নেহ আর,
জীবন দিয়ে দেওয়া বন্ধুত্বের ধরণ।
মানুষ মানুষ কে খোঁজে সামনে মানুষ কে বসিয়েই-
সেই মানুষের পরিচয় অন্য মানুষের কাছে,
মানুষ মানুষ কে যাচাই করে অন্য মানুষের
মন গড়া কথা/স্বরচিত তথ্যের উপর নির্ভর করে।
কত সহজ ভাবেই সরাসরি মানুষে মানুষে,
আলাপ হতে পারতো সহজ স্বাভাবিক গতিতেই।
অথচ বাইরের থেকে মানুষের ভেতর টা,
জানা জরুরি বলেই মনে হতো আমার।
মানুষের হিংসাত্মক ব্যবহার,অহংকারী আঘাত,
আমাকে বদল হতে বাধ্য করে।
আমি বদলে যাওয়া মানুষ হতে চাইনা বলেই,
প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ অহংকারী মানুষ এড়িয়ে চলি...
নিজেকে ভেঙ্গেছি, নিজেকে গড়েছি, তারপর...
এখন নিজেকে আর মানুষ মনে হয় না আমার !