ভাবনা গুলো জটিল নয়- সহজ করে ভাবতে শেখো,
একটা জীবন দ্রুত ফুরায়-আনন্দ টাই ধরে রাখো!
আপন পরের হিসেব বৃথা- সবার পাশেও লাশ একা,
যে সময়টা গ্যাছে চলে-তাকে ধরে যায় কি রাখা?
মানুষ বলে আঘাত পেলে-চোখ ভেসে যায় জলে,
লুকিয়ে ব্যথা নিয়মিত প্রথা-বাঁচতে হয় দুঃখ ভুলে ।
কি পেয়েছো কি দিয়েছো-হিসেব কষে কিবা লাভ?
কিছুই তো যাবে না সাথে-প্রাপ্তি অথবা তীব্র অভাব।
যে কিছু দিন সময় আছে-জীবন ভরে হাসি কুঁড়াও,
লোকে মন্দ বলবেই পাছে- ফুঁ দিয়ে উড়িয়ে দাও।
কার কথাতে কি আসে যায়- সময় কিন্তু তোমার সাথে,
সহজ ভাবে আসুক বিদায়- মৃত্যু হোক সহজ পথে।
চিত্তে ধরে রাখো বিশ্বাস- নিঃশ্বাস রয় যত দিন,
আনন্দ হোক তীর্থ প্রয়াস- ভালোবেসে শুধাও ঋণ ।
ভয় ঘৃণা হিংসা ছেড়ে- শান্তির বার্তা ছড়িয়ে দাও,
নিজের কাছেই প্রশ্ন করো-আসলে তুমি কি চাও?