হৃদয়হীনার কাছে হৃদয়ের দাবী জানাতে গিয়ে জেনেছি
মানুষের শরীরে আসলে কিছু নেই হৃদয় বলে,
পাথরের মতন শক্ত কোন যন্ত্রনায় স্তব্দ হয়ে বুঝেছি
দুঃখ যায়না ভেসে কোনদিন চোখের নোনা জলে।।
অবিকল প্রিয় প্রেমের মতন লাগে,
বিষাদ কিংবা ভীষণ রাগে অনুরাগে,
মানুষের ভেতরে নেই মায়ার বসবাস,
হতাশায় ক্লান্ত বুকে বাড়েনা দীর্ঘশ্বাস।
সে হৃদয়হীনার কাছে জানিয়ে আকুতি বারবার,
দেখেছি শেষ বেলায় বন্ধ থাকা ভরসার দুয়ার।
অপরূপ মোহনীয় দৃষ্টির আড়াল,
কি তীক্ত ক্লান্তি বেঁধেছিলো জ্বাল।
প্রেমের নেশায় সদ্য মাতাল,
মিছিলে পা মেলায় দুঃখ মশাল।
হৃদয়হীনার কাছে খুঁজতে গিয়ে শেষ আশ্রয়,
বুকের জমিন দখল নিয়েছিলো অজস্র ভয়।
তারপর কোন এক নতুন ভোরে,
হেঁটে হেঁটে চলে গেছি অনেক দূরে।
সে হৃদয়হীনার হাসি কেন পিছু ডাকে ?
আঘাতের ক্ষততেও সেই মিশে থাকে।