তুমি ভালোবেসে মহান হও-আমায় বানাও অপরাধী,
মৃত্যু এলেও মেনেই নিবো-শাস্তিটা তুমিই দাও যদি।।
হও তুমি তুলোর মত নরম-আমায় সাজাও কঠোর,
আগুনের বুকে দেবো ঝাপ-ভুলে যাবো বাহুডোর।
কেবল তুমিই পারো,আমায় গড়ো- ছুড়ে ফেলো তবু,
আমি তুচ্ছ জানি তোমায় মানি-ভালোবাসার প্রভু।
শুধু তুমি চাইলেই বিলিয়ে দেই- আমার আমি টাকে,
ডাকলে তুমি আসবোই আমি-আটকে কেবা রাখে?
একটা জীবন হারিয়ে যায়- তোমার নিখুঁত অবহেলায়,
লুকাই কারণ বলাও বারণ-তাতে কিইবা আসে যায়?
তুমি ভালোবাসার শ্বাস্তি দিলে-নাম ছড়ালে আমিই খুনী,
নিজেরে যে মেরে ফেললো-তার খবর তো আর রাখনি।
তবুও তুমি বিখ্যাত হও-সাক্ষী হবো ধুলো মাটির,
খুনীর কবরের পাশ ঘিরে-ছোঁয়া পড়ুক চরণ দুটির।
চরণে তোমার বিরহ না আসুক- হাসতে থাকুক চোখ,
জানি স্বার্থপরের ললাটে থাকেনা!অতীত স্মৃতির শোক।।