এরপর ফিরে এলে হাতের মুঠোয় করে মৃত্যু নিয়ে এসো,
তুমিহীন বিষাদের দিন তার চাইতে মৃত্যুই তো ভালো !
পুনরায় ছেড়ে যাবার পর আমি আর প্রহর গুনবো না,
অপেক্ষা বড্ড যন্ত্রণার আর সময় আরো বেশি ভয়ানক।
তারপর কোন দিন আবার তুমি না বলে চলে গেলে ,
আমি মৃত্যুর কোলে দেবো প্রশান্তির চিরচেনা ঘুম।
তোমার মুঠো ভরে দেবো আমার রেখে যাওয়া সব-
হাসি আনন্দ সুখ অমলিন তুমিময় স্মৃতির তালিকায়।
আবার তুমি ফিরে এলে উজার করে নিও আমার যা কিছু,
শুধু যে আমাকে হারিয়েছি আমারই ভুলে ছুটে তোমার পিছু,
সেই আমি টাকে পুনরায় আমাকেই মনে করে দিয়ে যেও।।
তোমাকে ভালোবাসবো বলেই রোজ বেঁচে থাকি,
গিলছি কত শত অভিযোগের বিষাক্ত বিষ,
আমার মৃত্যু ব্যতিত-তোমায় ভালোবাসা রুখবে -
এমন কোন শক্তি আমার কাছে নেই এখনো।
তাই তুমি হাতের মুঠোয় করে মৃত্যু এনো!
যে ভালোবাসা তোমায় আটকাতে পারেনা আজন্মের মত,
যে ভালোবাসা আঘাতে আঘাতে আমাকেই করে জর্জরিত,
সেই ভালোবাসার তো মৃত্যুই কাম্য !
তোমার চলে যাওয়ার পর-
মৃত্যুকেই আমার সব চেয়ে আপন লাগে,
অথচ হিসেবের খাতায় কিছুই নেই আমার-
তুমি মৃত্যু রেখেছো তোমার ভাগে।।