যদি তুমি ভালোবাসো ,তবে আমার ভালোয় নয়,
আমার মন্দ টুকু আঁকড়ে ধরে ভালোবেসো ।
ভালো তো ভালোবাসাতে আগে থেকেই রয়ে যায় ,
মন্দের অভ্যন্তরীণ দ্বন্দে বিদ্রোহ শুরু করে নয়,
বরং তুমি অযাচিত আঘাতেও ভালোবেসো ।
আমায় তুমি মন্দের ভালোয় ভালোবেসো,
আমায় তুমি মন্দ ভাবেই ভালোবেসো !
আমার রগচটা রাগে, দুঃখ পাবার আগে,
তোমার স্মিত হাসির স্নিগ্ধ প্রেমের দাগে,
চোখের কালিতে ভয়ের আলোতে ফিরে এসো!
আমার মন্দ টুকু আঁকড়ে ধরে ভালোবেসো ।
যা কিছু অসুন্দর যা কিছু ফেলে দেয় মানুষ ছুঁড়ে,
যা পাইনি বলে ছেড়ে চলে যায় দূর থেকে বহুদূরে,
তুমি সব না পাওয়ার ভীরে, আমায় আঁকড়ে ধরে,
ভালোবাসা ছড়িয়ে দিও আমার ভাঙা ছোট্ট ঘরে।
যা কিছু আমার ভালো নয়, যা কিছুতে মানুষ মন্দ কয়,
সেসব ঘিরে আমার বেঁচে থাকা ,তা কিন্তু পূর্নতা নয়,
সেই শূন্যতা নিয়ে হাতের মুঠোয় ,তুমি মুচকি হেসো,
আমার সকল মন্দে অস্বাভাবিক ছন্দে ভালোবেসো।