হাঁটছো সাথে বসছো পাশে
তবু তুমি নেই কোথাও,
সামনে যতো ডাকে মেঘ
ধরতে গেলে হয় উধাও।

দু-চোখ ভরে দেখি তোমায়
ছুঁতে গেলেই শুধু ছায়া,
হাসির রেখায় স্বপ্নের বুনন
তুমি যেনো মোহ মায়া।

শীতল বাতাস বয়ে গেলে
যায়না দেখা কোন মতে,
দিনের আলো স্পষ্ট যত
আঁধার বাড়ে মধ্য রাতে।

নদীর ধারায় স্রোতের সিঁড়ি
পথ হারিয়ে কোথা যায় ?
সেইতো তুমি আমার ছিলে
প্রশ্ন রেখে জটিল ধাঁধায় ।

শুনি আমি ডাকলে আমায়
খুব প্রিয় ডাক নামে,
থাকছো তুমি আমায় জুড়ে
বন্দি কথা স্মৃতির খামে।

তারিখ ভুলে সময় চলে
আমি কি থমকে থাকি ?
তুমি ভালো বাসছো বলে
আমি হই মুক্ত পাখি।।

কার কথায় কি আসে যায়
আমি মানেই তুমি জানি,
মন্দ ভালো সকল আমার
চোখের জল নদীর পানি ।।