তুমি ছেড়ে যাবার পরের কোন একক যুগে,
আমি হাসি ভুলে গিয়ে নির্মম বেঁচে থাকবো।
তোমাকে ছাড়াও বেঁচে আছি, এই সত্যিটুকুই বারবার,
বাঁচতে পারার দুঃখ গুলোকে আঁকড়ে রবে নিত্য ।
তুমি না থাকার পরেও,আমি কবিতা লিখবো,
করুণ সুরে মোহিত কোন গান শুনবো!
গরম ভাতের থালায়,তাকিয়ে থাকতে থাকতে,
গোগ্রাসে গিলে নেবো পৃথিবীর সব নিষ্ঠুরতা।
অভিমানি কোন ঝড়ো হাওয়ার সাথে পলক মিলিয়ে,
চোখের জল ধুয়ে নেবো না বৃষ্টির জলের ফোঁটায়।
হয়তো কাঁদবো না, তবে হাসিকে আপন করে নেবার মতন,
তীক্ষ্ণ বোকামিতেও লিপ্ত হবো না সেই সব দিন গুলোয়।
শুধু তুমিই জানবে, তুমি না থাকার দিন গুলোয়,
কতখানি জুড়ে তুমিই ছিলে,আমার থাকা না থাকায়।
ভালোবাসা ডান বাম প্রমাণের গণিত সমাধান নয়,
তাই তুমি চলে যাবার পরেও নির্ঘুম রাত্রি শেষে,
ভোরের আলো নিয়ে আসা রক্তিম সূর্যকেই বলবো,
ভালোবাসি ,ভালোবাসি,ভালোবাসি!
সেই সূর্যের উত্তাপ তোমার কাছ অব্দি ঠিক পৌঁছাবে,
আমি শুধু সেই দিনের অপেক্ষায় চেয়ে থাকবো,
বেলা কেটে যাবে, সময় ফুরাবে,ক্ষীণ হবে আয়ু,
তার পর মৃত্যুর সিঁড়ি বেয়ে তোমার মুখোমুখি!
প্রশ্ন কিংবা উত্তর নয়,শুধু তোমার হাসিটুকু বয়ে নিয়ে,
যুগান্তরের দিকে তাকিয়ে দেখবো ধ্বংসযজ্ঞের প্রস্তুতি।
পৃথিবীতে তখন আর কেউ অপেক্ষার বাতি জ্বালাবে না,
ভালোবাসতে ভুলে যাবে থেকে যাওয়া সব মানুষের দল,
আমি তখন রয়ে যাবো অপেক্ষা বিহীন মানুষের,
এক জীবনের কৌশলে মোড়ানো সেরা কৌতূহল !