রক্তের দাগ শুকালে
থাকে আঘাতের ক্ষত,
ক্ষমতা হাতে পেলে
মানুষ হয়না কেন নত?
ভয় কিংবা ক্ষমতায়-স্তব্দ করে মুখের ভাষা,
কিসের লোভে খেলছে-খেলা মৃত্যু সর্বনাশা?
প্রশ্নের উত্তরে উপহাসে
ঝরে যায় তাজা প্রাণ,
কলম থামিয়ে দেবার নীতিতে
আজ ক্ষমতাই শ্মশান।
যে শিশু বুঝেনা প্রতিবাদ
তার মৃত্যু শোক কোথা রাখি?
হাতে পেলেই বন্দুক তোমরা
গুলিতে মানুষ মারবে নাকি?
জীবন কি আজ এতোই তুচ্ছ-ছেলের হাতের মোয়া?
যে হাতে ভাত তুলো মুখে-সে হাত কিন্তু রক্তে ধোয়া !
রক্তের নদীতে ভেসে চলে যায়
আমাদের ঝুলে থাকা স্বাধীনতা,
লাশ আর ঘৃণার বিনিময়ে তবে
ধরে রাখো আজ কিসের ক্ষমতা ?
ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়-ইতিহাস তাই বলে,
সময় যখন ঘুরে দাঁড়াবে -পালাবে কোন কৌশলে?