কেমন আছো মেঘ বিলাসী
বৃষ্টি পাগল মেয়ে,
কাটছে কেমন ক্লান্ত সময়
গগন পানে চেয়ে?
কেমন আছো সুর কণিকা
সংসার আঁকরে ধরে,
আজো তোমায় ডাকে পিছু
বাঁশের বাঁশির সুরে?
কেমন আছো ডানা মেলে
উড়তে চাওয়া পাখি?
কোন হারানো স্বপ্ন ভুলে
ভেজাও জলে আঁখি?
কেমন আছে পুতুল তোমার
ছিলো খেলার সাথী,
আলোকছটা ফুরিয়ে গেলে
দিচ্ছো সন্ধ্যা বাতি?
কোথায় তোমার কবিতার খাতা
রাখছো কি তার খোঁজ?
ব্যস্ত সময় করছো যে পার
তবুও কাঁদছো কেন রোজ?
এই তুমি কি সেই তুমি টা
স্বপ্নে যেতে ভেসে,
বৃষ্টি পাগলী ভালো আছে
মিথ্যে বলছো হেসে।