যেদিন আমি লিখবো না আর
কলমে মিলবে না ছন্দ,
বিরহ অভিমানে বাঁধবে সেদিন
ভীষণ অচেনা দন্ধ ।
হারিয়ে যাবে বর্ণমালা সকল
তীব্র অসুখ হবে সুখ,
ক্লান্ত দুপুরে ফিরবো না ঘরে
উঠবে না কেঁপে বুক।
যেদিন আমার কবিতার খাতা
হয়ে যাবে চিরতরে বন্ধ,
সেদিন আমি লিখবো না আর
কলমে মিলবে না ছন্দ।
আমার মৃত্যুর সংবাদ যখন
ছাপিয়ে যাবে শহর,
আমি তখন তার তরে তে
গুনবো কিছু প্রহর।
বিষের পেয়ালা হাতে নিয়ে
কাঁদবে না সে জানি,
একসাথে আমরা নরকে যাবো
দুজনেই হয়তো মানি।
যাবে এক সাথে দুটি প্রাণ
মিলিয়ে হঠাৎ হাওয়ায়,
জানবে তখন মিলনেই প্রেম
পুর্ণতা অবশ্যই পায়।
লিখবে কেউ উৎসুক ভরে
নতুন ভালোবাসার ইতিহাস,
আমরা দুজনে প্রেমের পূজারি
নই হতাশার কোন দীর্ঘশ্বাস।