উত্তাল কণ্ঠস্বর চিন্তায় কুঁচকানো ভ্রূ,
সেই থেকে আমার পাওয়ার শুরু।
হিসেবের বায়নায় পেয়েছি তো অনেক কিছু,
হাঁটি হাঁটি পা পা করে ছুটেছি সময়ের পিছু পিছু।
পেয়েছি অবারিত মাঠে কানামাছি, গোল্লাছুট, চড়ুইভাতি,
অন্ধকারে জ্বলজ্বল করা জোনাকের সন্ধ্যা বাতি ।
নদীর বুকে বয়ে চলা মৃত কলাগাছের সংসার,
বিপরিতে সাঁতরে আমাদের এপার ওপার।
জন্মদাগে বয়ে চলা আজো, কত শত স্মৃতির সমাহার ।
পেয়েছি যা কিছু , কোন নাই সীমানা তার!
পেয়েছি বলে দুঃখ বোধহয় , পাওনার খাতায় খানিক বেশি,
পেয়ে হারানোর যন্ত্রণা ফাগুনের মতই উদাসী ।
পেয়েছি দুহাত ভর্তি কত চেনাজানা মানুষ ,
জেনেছি মানুষকে আসলে পাওয়া যায় না,
দেখেছি প্রিয় বন্ধুর কামুক বিশ্বাসঘাতকতা
বুঝেছি আসলে সবাই বন্ধু হতে পারে না।
পেয়েছি সম্পর্কের নামধারী যৌথ একটা পরিবার,
অর্থের দাপটে তা ভেঙ্গেচুরে হয়েছে কবে ছারখার !
চিন্তা চেতনায় মানুষের হিংস্রতা অহংকার,
বিনয় গিয়েছে মরে দাফন হয়েছে তার!
খরের ভেতর লুকিয়ে লুকোচুরি খেলা,
কত চিন্তাহীন চেতনায় কাটতো বেলা।
এতো পাওয়ার ভীরে আজ আফসোস হয়,
যা পেয়েছি তার কিছুই আসলে আমার নয়।
পেয়ে ছিলাম উঠোন জুড়ে কটকতারা ধান,
বাংলাদেশ বেতারের কত আধুনিক গান।
বৈশাখের ঝড়ো হাওয়ায় আম কুরানোর দিন,
জীবন ভর্তি ফেলে আসা কত শৈশবের ঋণ ।
এখন আর মাঠ নেই , ঘাট নেই , হারিয়েছে সব,
চারদিক দখলে নাগরিক যান্ত্রিক কলরব।
পরিবারের লোকেরা এক সাথে হাসে নাতো আর,
বেড়েছে দূরত্ব আর হিংসাময় বিশাল পাহাড় ।
সব কিছু পাওয়া শেষে হারানোর তালিকায়,
মানুষ থাকে না কখনো , শুধু কথা থেকে যায়।
আমিও পেয়েছি যা , ফেলে এসেছি দূর থেকে দূরে,
তবু সময়ে অসময়ে , কেন যে অতীত মনে পরে ??