তুমি দুঃখ দেবে এটা নতুন কিছু নয় !
তোমাকে ভালোবাসার মতন-
বিধ্বংসী ধংসাত্বক পদক্ষেপ যেদিন নিয়েছি,
সেদিন থেকেই দিয়েছি আমাকে দুঃখ দেবার আগ্রাসী অনুমতি।
তোমার কাছ থেকে পাওয়া আঘাত,অবহেলা,
অপমান তো আমার উপহার স্বরূপ,
যেমন ঠিক যেমন জলের তলায় ডুবতে যাওয়া
কাউকে বিশুদ্ধ পানি দেওয়ার মত,
তুমি দুঃখ দেবে নিশ্চিত জেনেও
তোমাকে ভালোবেসেছি দিনকাল ভুলে অবিরত।
তুমি দুঃখ না দিলেই বরং
আজকাল আমার নিজেকে বড্ড অচেনা লাগে,
তুমি হেসে হেসে দুঃখ দাও ,
দুঃখ দাও অভিমানে কিংবা ভীষণ রাগে ।
তুমি আমায় দুঃখ দেবে এতো আমার জন্যে নতুন কিছু নয়,
আমায় দুঃখ দেওয়াতেই বাঁচে তোমার নিজস্ব পরিচয়।
পৃথিবীতে কত মানুষ অথচ
তোমার কাছেই প্রকাশিত আমার গোপন ক্ষত,
আঘাতে আঘাতে বিক্ষত করে আমায়
নিজেকে গড়ো নিজের মত।
যাকে ভালোবেসে মৃত্যু মেনেছি
তার দেওয়া দুঃখ নিতান্তই স্বাভাবিক,
আমি তো ভালোবেসেই হারিয়েছি কবেই
সুখের সঠিক দিক বিদিক।
অপমানে অবহেলায় ছুঁড়ে দেবে
আমার দিকে দুঃখ তীর,
তুমি লক্ষ্যভ্রষ্ট না হও তাই
দাঁড়িয়ে থাকি ঠায় হয়ে স্থির ।
ভালোবাসা-বাসির প্রশ্ন তোমার আসে যদি কোন দিন ,
ভালোবেসেই শোধ করে যাবো তোমার দুঃখ দেওয়ার ঋণ ।
কখনো যদি কাওকে তুমি ভালোবেসে ফেলো ভুল করে,
তোমার জীবনে ভালোবাসা যেনো দুঃখ হয়ে না ফেরে।
প্রার্থনা কিংবা ভালোবাসা তোমাতেই শুরু তোমাতেই শেষ,
তুমি দুঃখ না দিলেই বরং একলা লাগে আমি হই নিরুদ্দেশ ।