যুদ্ধে লিপ্ত হতে আমার কোন ভয় নেই,
কখনোই ছিলো না!
কিন্তু আমি শান্তির পথ বেঁছে নিয়েছি,
আমি মুক্তির পথ খুঁজেছি।
যুদ্ধে শান্তি নেই,হিংসা প্রতিহিংসা,
বিগ্রহের শেষে ধ্বংসস্তুপ মেলে,
আমি অস্ত্র ছেরেছি, ছেরেছি মানুষ হবার মিথ্যে ব্রত।
রাগ ক্ষোভ কিংবা হিংসা দিন শেষে
একা করে দেয় সহস্র কথায়।
আমি কথা থামিয়েছি,আমি থামিয়েছি আগ্রাসী সব আঘাত।
আমি শান্তির পথে শুন্য জনমানবহীন দিগন্তে হাঁটছি,
যদিও একা তবুও যুদ্ধহীন, সংঘাতহীন, শেষ বেলায়,
আমি নিজেকে থামিয়েছি নানান ছলা-কলায়,
আমি মুক্ত বিহঙ্গের মতন ফিরে আসিনি নীড়ে।
আমি মানুষ হতে চাইনা আর এই মানুষের ভীরে।
অহংকারের মিছিল জুড়ে ক্লান্তিকর অবসাদ,
আমি মন্দের হিসাব জীবন থেকে দিয়েছি বাদ।
যাই হোক,যাই ঘটুক নিজেকে প্রমাণের কিছু নেই বাকি,
এই কদিনের বেঁচে থাকায় সব কিছুই যেনো সময়ের ফাঁকি।