তুমি হাসলেই ভুলে যাই জাতিস্বর,
প্রতিশোধের প্রতিধ্বনি!
অথচ তুমি একবার চাইলেই,
আমি হতে পারতাম জলন্ত আগুন,
তুমি শান্তি চেয়েছিলে তাই,
রঙিন আবীর মেখে,
আমি হলাম ফাগুন।
তোমার ভালোলাগা গুলোকে,
একান্ত নিজের করে চাই,
আমি এখন কেমন যেনো,
বারবার থেমে থেমে যাই।
তোমার জন্যে ছেড়ে আসি,
শত যুগের পুষে রাখা ক্ষোভ,
দ্বিধাহীন বাড়তে থাকে আরো,
একটা দিনে বাঁচার লোভ।
ছেড়ে আসি রাজধানী,
ঝকঝকে শপিংমলের আলোর ছটা,
তুমিই জানো,সব ছেড়ে এসেও
তোমাকে ঠিক চাই কতটা!
চারদিকে কোলাহল দাঙ্গাময়,
হিংসাত্নক স্বার্থের রাজনীতি,
তুমি তাকালেই ভুলে যাই,
গত দিনের বেহিসেবি সব ক্ষতি।
নিজেকে সরিয়ে রেখে,
ছেড়ে আসি সংঘাতের ময়দান,
চুপচাপ সয়ে যাই জানা অজানা,
মিথ্যে মান অপমান!
শুধু তুমি হাসবে বলেই,
ছেড়ে আসি জীবনের বিলাসিতা,
তোমার জন্যে ছেড়ে আসি,
তোমাকে ভালোবাসি,
এইতো আমার বাঁচার স্বার্থকতা।