অনেক কিছু হারাইছি তুমি চইলা যাইবার পর,
নাই আপন লাগা শহর,নাই পিরিতির বান্ধা ঘর।
তুমার লেইগা বুকের মধ্যে চইমকা উঠা ডর,
হারিয়ে ফেলার আর্দনাদে বাড়তে থাকা জ্বর।।
সেই নদের তীরে বইসা থাকার অজস্র প্রহর,
বৃষ্টির ডাকে তুমার চোখে মাতাল লাগা ঝড়।।
আঘাত গুলোর দহন বাড়ায় রক্ত স্রোতে ক্ষত,
কান্না গুলান চিৎকারে কয় আমি জন্মগত।।
ঠোঁটের কোনায় ঝলকে উঠে বিচ্ছেদের হাসি,
দুঃখ পাবো জেনেও কেন তোমায় ভালোবাসি?
তুমার জন্যে বেঁচে থাকা আবার মরে যাওয়া,
জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে তোমাকেই না পাওয়া ।।
বিচ্ছেদের সব বিলাপ গুলো হচ্ছে হিমালয়?
তুমার সকল ভালো থাকা আমার জন্যে নয়।।
তুমি তুমি করে কত কবিতা গিয়েছি লিখি,
নাম টা তুমার হঠাৎ করে ভুলেই গেছি দেখি।
সময়ের নিয়মে সব কষ্ট অতীত হয়ে উড়ে,
ভুলে যাওয়া নামে তবুও তোমায় মনে পরে।।