কমতে থাকা সময়ের হিসেবে
প্রতি দিন বয়স বাড়ে!
সময়ের পথ ধরে যেয়ে একদিন
কিছু স্মৃতি পিছু ছাড়ে।
ভালোবাসা থেকে যায় নিরবে
আলো অন্ধকারের আড়ালে,
দুঃখ পেয়ে থমকে গিয়ে তবুও
নিজেকে নিজে ছুঁড়ে ফেলে ।
এভাবেই নিয়ম মেনে নিয়মিত
আসে যায় রাত দিন,
কিছু কিছু ক্ষত বাড়ে অবিরত
জানায় হিসাবের ঋণ ।
মন ভেবে যায় কোন উৎসবের দোহায়
কিনবে দামী কোন সুখ,
কোন উছিলায় যদি অন্তর জুড়ায়
চিন্তায় আগ্রাসী কামুক।
যুদ্ধ তার নিজের সাথে কান্না ভাসে মধ্যরাতে
লুকিয়ে রাখে প্রিয় আর্তনাদ,
কেউ ডাকেনা তাকে তবু সূর্য উঠে প্রভাতে
হতাশার আকাশে আশার চাঁদ।
আয়নায় মুখ দেখে যতনে দুঃখ রাখে
ভাসে জলে ভেজা চোখ,
হিসেবের গড়মিল উড়ে যাওয়া শঙ্খচিল
ভেতরে বাড়ে জটিল অসুখ।
বয়সের ভারে নুইয়ে পরে দেহ
খোঁজ রাখেনি কেউ দেখেনা কেহ,
এভাবেই মৃত্যু এলে জন্মে বিদ্রোহ
অবহেলা নিয়ে পরে থাকে স্নেহ।
আমি লিখে যাই কাব্য কবিতায়
হেরে যাওয়া মানুষের নাম,
যে শুধু ভালোবেসে সময়ের শেষে
আগলে রাখে বেদনার খাম।
আঘাতের কোন চিহ্ন থাকেনা
ব্যথায় ভাঙ্গে পাঁজরের হার,
কেউ কেউ তাকে ভুল নামে ডাকে
কান্না কিংবা দুঃখ পাহাড়।
অকারণ অভিমান বাঁধে বিরহি গান
লিখে রাখে বাড়তি হিসেবি শ্লোগান,
বসস বেড়ে যায় সময়ে ফিরে চায়,
মুখরিত কল্লোলে ধরণী চির নিদ্রায়।