দেহের ভেতর যাচ্ছে জ্বলে
আটকে যায় দম,
চোখের দৃষ্টি কমছে বলে
দেখছি একটু কম।
বুকের ভেতর ঝড়ো হাওয়া
উত্তাল করা ঢেউ,
রোজ রাতেই মরে যাওয়া
জানছে না কেউ।
মুখের ভাষার বাঁচার নেশার
অবাধ আনা গোনা,
তিলে তিলে ক্ষয় হলো যার
নাম বলতে মানা।
নিকোটিনের ধোঁয়ায় ভাসে
একা প্রাণের শোক,
মিথ্যে প্রেমের মন্ত্রে হাসে
শুন্য কার চিবুক?
কার কাছে দুঃখ বলি
সবাই বুঝে ভুল,
আঁধার রাতে হেঁটে চলি
হারিয়ে দুই কূল।।
বন্ধু যারা ছিলো নামে
আসলে দুধের মাছি,
বেঁচে দিয়ে কম দামে
এইতো ভালো আছি।