আমি আমার কথাই বলছি
তোমার চোখের ভাষায়,
তোমার মত হাসছি কাঁদছি
একটু বাঁচার আশায় ।

বন্দি রাখছি ইচ্ছে গুলো
খাঁচার পাখির মত,
যাচ্ছে ক্ষয়ে স্মৃতির ধুলো
বাড়ছে বুকে ক্ষত।

তোমার চলার পথ ধরে
মিছেই যাচ্ছি ছুটে,
তুমি ভাষা বদলে করে
বলোনা মুখ ফুটে।

তোমার চোখে বিশ্ব খুঁজি
পথ পাই মুক্তির,
তুমি বলতেও আমাকে বুঝি
ধার ধারিনা যুক্তির।

তুমি তোমায় ডাকি যত
মৃত্যু দেয় সাড়া,
তোমার তীব্র আঘাত তত
করে সর্ব হারা।

সব হারানোর একলা দলে
নিজের নাম লিখি,
তুমি দাও খুব কৌশলে
নিজেকেই নিজে ফাঁকি।

আমার কর্ম তোমার পুণ্য
ঠায় দাঁড়িয়ে রবে,
তোমার আশ্রয় শেষ শুন্য
মুক্তি কোথা পাবে ?