আমি চলে যাবার পর নিশ্চয় বুঝবে তুমি,
আমি হীন তোমার দিন রাত্রির তফাৎ,
ঘড়িতে কটায় সকাল হয়,কটায় রাত!
শূন্যতার সরল সমীকরণের সমীক্ষায়,
হিসেবের গন্ডগোলে কতটা একা লাগে,
কতটা আঘাত স্পষ্ট হয়, কত স্বপ্ন নষ্ট হয়,
কত ক্ষত বিক্ষুব্ধ রয় স্মৃতির চেনা দাগে।
বুঝবে, আমার রেগে যাওয়া চিৎকার,
খুঁজবে, ভালোবাসতে পারার অহংকার।।
আমার না থাকা জুড়ে বিনয়ী আদরে
চিরচেনা চা এর কাপে চুমুকের স্বরে,
তুমি বুঝবে না থাকার তীব্র আর্তনাদ,
প্রিয় কবিতার পানসে লাগানো স্বাদ,
হাহাকার করা বুকের পাঁজরের ক্ষয়,
বুঝবে শূন্যতা আসলে কেমন হয়!!
ভালোবাসা হীন আগলে রাখার শপথ,
যতনে হারানো প্রিয় গন্তব্য চেনা পথ।
সব জুড়ে পাওয়া ভালোবাসা অবিরাম,
অসহায় হবার পর কেন কমে আসে দাম,
আশারাখি সকল অভিমানের হবে অবসান,
তুমি বুঝবে কেন আমার এই নীরবে প্রস্থান?
কতটা আঘাতে ভেতরে  গিয়েছিলাম মরে,
আমি হীন তোমার দিন কাটুক ঘৃণার ঘোরে।।