আমারে তুমি ছাইড়া গ্যালে-
সারা দুন্নিয়াডা হয়তো পাইবা!
কিন্তু আমারে আর পাইবা না!
আমার পাগলের মতন ভালোবাসা?
হেইডাও জিন্দিগিভর সাধনা করলেও,
আর দ্বিতীয়বার ফেরত পাইবা না!!
তুমারে কেউ রাইতভর কচ্ছপ,খরগোশ,
কুমির,শেয়াল,কইতর,কাঠবিড়ালি আর
বাইট্টা রাজার বানাইন্না গপ্প হুনাইতোনা!
আবার হুনাইতেও পারে!
তয় আমার লাহান কেউ তুমারে বুকটার মইধ্যে
ঝাপটে ধইরা কান্দন থামাইতো না!
তুমি কওনের আগেই আসমানের চাঁন মাটিত নামাইতে
পারতো না এইডা নিশ্চিত থাহো!
রাইতের সাড়ে তিনডায় ইন্ডিয়ান পানিপুরি বানাইয়া,
তুমারে ঘুম থেইকা তুইলা খাওয়ানির ক্ষমতা সবার নাই!!
যদিও বা থাহে-তবুও হেই পানি পুরির সবুজ পানির মইধ্যে,
চাইয়াই আমার নাম ডা ঝলমল দেখবা তুমি!!
তুমার আর পানি পুরি খাওয়া অইতো না!!
ঘন্টার পর ঘন্টা বেবাক কাম ফালাইয়া-
রিকশা দিয়া পুরাডা শহর ঘুরানির লেইগা,
তুমার জীবনে আমিই আছিলাম!!
অন্য কেউ তুমার গতি মতি বুঝবার লেইগা
সাত জনম অপেক্ষা করুন লাগবো!!
তুমারে কচ্ছপ যাইতাছে যাইতাছে গপ্প কইয়া-
কত রাইত পার করুন যায় সেই হিসাব কেউ করতো না!
সংসার রে আমার লাহান কেউ স্বপ্ন পুড়ি ভাবতো না!!
সংসারের সব পুরুষই রাইতের বেলায় যৌনদাস হইয়া যায়।।
ভালোবাসার শেষ হিসাব মিলায় যাইয়া সঙ্গমে!
আমার তো খালি তুমার হাসি হাসি মুখ খানি হইলেই,
জিন্দিগি পার করনের সওদা মিলতো!!
আমারে ছাইড়া গ্যালে-
তুমি সব পাইবা!!
সংসার পাইবা,
ঘর পাইবা,
দুনিয়া পাইবা!!
কিন্তু সংসারের মইধ্যে থাহা স্বপ্নলোক পাইবা না!
ঘরের মইধ্যে বিরাজিত আনন্দশ্লোক পাইবা না!!
দুনিয়ায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হইলে শ্রান্ত হওনের বুক পাইবা না!!
আমারে ছাইড়া গ্যালে-
তুমি সব সব সব কিছুই পাইবা!!
কিন্তু!!
তুমার ভিত্রে বসত করা সত্তা পাইবা না !!
তুমার ভিত্রে জাইগা থাকা আমারে আর পাইবা না!!