অামি তো রক্ত গোলাপ চাই নি-
চেয়েছিলাম শুধুই ভালোবাসা,
তোমার কোমল হৃদয়ের
সত্য পবিত্র অনন্ত প্রেম।
যে প্রেম-ভুলে দিতে পারে সাম্প্রদায়িকতা
যে প্রেম-মুছে দিতে পারে ধণী গরীব
জাতি-বর্ণের সকল ভেদাভেদ।
অামি এমন'ই প্রেম চেয়েছি!
দেখেছ নিশ্চয়-
অাকাশ মাটির শত শত ব্যবধান
তবুও একে অপরের প্রতি কতখানি টান।
অামি এমন'ই প্রেম চেয়েছি!
যে প্রেম-ব্যথার বদলে দিতে পারে প্রশান্তি,
যে প্রেম-অামার কলমে রাখবে শক্তি,
যে প্রেম-বিরহময় কবিতার বদলে দিতে পারে
প্রেমময় কবিতা।
নীলাঞ্জনা,
অামি তো রক্ত গোলাপ চাই নি-
চেয়েছিলাম শুধুই ভালোবাসা,
তোমার কোমল হৃদয়ের
অতলান্তিক প্রেম।........