ভুল হলে হবে-
কিঞ্চিত ভুলের সমীহ করতে হয়,
অলস বিকেল-
বইয়ের ভাঁজে রাখা গোলাপের পাঁপড়ি,
গোলাপের কাঁটা কাটে হাত-
তবুও তার'ই সংগ্রহে ভুলের আস্ফলণ!
শাড়ী ও শরীরের গন্ধ
কিশোরীর চিবুকে হাত ;
কেউ কেউ বলে
প্রেমের সর্নিপণে কাম
জীবনের অভিশাপ-
সাম্প্রতিতে নগ্নতা ছাড়া
প্রেম নাকি অপূর্ণ্যতা'ই রয়ে যায়।
কিন্তু আমি এসব চাই না,
পূর্ণ্যতার নিরীক্ষে পবিত্রতা কে বিক্রি করতে
কিংবা কাঁটায় কেটে যাওয়া শরীরের রক্ত ঝরা তে ;
আমি শুধু চাই হাতের মুঠোয় লুকিয়ে রাখা রোদ্দুর-
তোমার কপালে আঁকা টিঁপের নীল রঙ,
আমি চাই তোমার স্বরুপে
আবিষ্কার হোক গোটা কয়েক শব্দ-
বৃষ্টির ফোঁটা ফোঁটা জলের মতন
নেমে আসুক উপমা,
জন্ম হোক নতুন একটি কবিতার।
ভুল হলে হবে-
দু-দন্ড ভালোবেসো ;
কিঞ্চিত ভুলের সমীহ করতে হয়।
২৭।০৭।১৯ইং-