একুশ মানে তো- এক রক্তমাখা কাব্য
যার প্রতি পাতায় লিখা একটি ভাষার আত্ম কথন।
যে ভাষা দিয়ে হাজারো বছর ধরে-
রঙিন হয়েছে আমাদের সাহিত্য ও সুর,
যে ভাষার 'মা' ডাক, আমাদের প্রথম বুলি
সে ভাষার অস্তিত্ব রক্ষার্থে এক সংগ্রামের গাঁথা।
একুশ মানে তো-
বায়ান্নর ফাল্গুনের প্রান্তরে শহীদদের নিথর দেহ,
যাদের টগবগ রক্তের ধারা লিখেছিলো বাংলার নতুন এক ইতিহাস।
একুশ মানে তো-
কৃষ্ণচূড়ার রক্তিম সাক্ষী,
লাল ফুলে ইতিহাসকে রাঙিয়ে রাখে বাঙালির মনে।
একুশ যে চির অমর, এক নতুন সূর্যদয়
একুশ যে এক অগ্নিশিখা-
প্রতিশোধ আর বিজয়ের অভ্যুদয়।