আমি এই নিষ্প্রাণ নগরীতে ঝড়ে পড়া এক ফুল
আমায় ঘিরে ধরেছে কতো শত ভুল,
এই জীবনের কোলাহলে-দেখেছি কতো ভোর
দেখেছি জীবনের মোড়ে মোড়ে ভাংচুর।
কেউ সরে যায় এ-ই নগরীর হতে দূর-বহুদূর
আর কেউ অট্রালিকাদের ফাঁকে পড়ে থাকা ঘোর।
আমার সাহিত্যে যুদ্ধ হচ্ছে-সেই বহুদিন
এ নগরীতে দুর্ভিক্ষ ঘুরে বেড়ায় রাতদিন,
কারো বিলাসিতা ছেয়ে আছে ঘর জুড়ে -
আর অভাবে কারো অস্তিত্ব দুখে দুখে মরে।
দিনগুলো এভাবেই চলছে আপামর,
ভাঙা-গড়া, সুখ-দুঃখ একত্রে থাকবে জীবনভর।