কতবার কারারুদ্ধ করিবে আমায়-
বারবার শৃঙ্খল ভেঙে ফিরে আসবো এই বাংলায়,
জনতার হৃদয় জাগ্রত করিবো আবার
তাদের হুংকারেই কম্পিত হবে তোমাদের হৃদয়,
কতকাল করিবে লুন্ঠন এই বাংলায়
সহ্যের সীমা করেছ তোমারা অতিক্রম
এবার দেখবে দেশের জন্য বাঙালির আত্মদান।
মরিবে লাখ-লাখ, কিন্তু ছাড়বে না দেশের জন্য লড়াই,
দেখে নাও বাঙালির রক্তের কত তেজ
দেশের জন্য তাঁরা নিজেকেও আগুনে আহুতি দিতে পারে,
তোমাদের পিছু হাঁটার সময় এসে গেছে
তোমাদের জন্য বাঙালি দুটি পথই রেখেছে-
হয় মরবে, নয়তো পালাবে,
দেখে নাও বাঙালির দেশপ্রেমের শক্তি।

১৮-০৬-২০২০