ঘুমহীন চোখে ভেসে বেড়ায়-
অনাগত কালের যতোসব চৌচির স্মৃতি।
মৃদু হেসে বিছানার আদ্যোপান্ত ছড়িয়ে দেয়
বেদনার সুপ্ত ছায়া।
খোলা খাম গুলো -
নির্ঘুম জলন্ত চোখে চেয়ে আছে,
আঁধার দেয়ালের প্রান্তে।
বেমানান কথাগুলোর শব্দভাণ্ডার -
জালের মতো আটকে ধরছে চারপাশ।
ভোর যেন তখন বহুল প্রতীক্ষিত এক প্রহর...