তোমাকে আজও মনে পড়ে
মনে পড়ে সেই নিষ্পাপ মনের সরলতা
সেই অন্তহীন মধুর ভাবনা,
বছর ঘুরে অপেক্ষা
একটিবার দেখার প্রগাঢ় প্রবনতা,
সেই হাসিটাতে অবাক তাকিয়ে থাকা
যেনো বয়ে আনতো হৃদয়ে প্রশান্তির ঝড়,
তা খোলা প্রান্তরের হাওয়া থেকেও শীতলতর।
সেই চোখের মায়া
যেনো আঁকড়ে ধরতো পুরো মনটাকে,
জোছনা রাতে তা চাঁদকেও নিষ্ক্রিয় করে দেয়।
সেই মুহূর্তগুলো হারিয়ে গেছে বহুদিন
রঙিন সময়গুলো পিষ্ট হয়েছে অচিরেই,
আজ সেই অনুভূতিগুলো অকার্যকর
দেখার তৃষ্ণা আজও আছে- কিন্তু
কাছে পাওয়ার সেই শিহরণ মরে গেছে-
বাস্তবতার সব অবাস্তব নিয়মে!