আমি তোর চোখে হারিয়ে যাই মুহূর্তের মায়ায়
যেন শতো বছরের শত প্রহরের অপেক্ষার মেঘ
বর্ষন নামবে বলে ছড়িয়ে পড়ে আকাশময়,
মেঘের ভেলা ভাসতে ভাসতে -
মনে করিয়ে দেয় অবহেলার সুর।

আমি ওই চোখের মোহান্ধতায় অপলক
যেনো শুকতারা থেকেও উজ্জ্বল প্রখর!!
ওই চোখ দুটো যে মায়া
ওই চোখে আমার কবিতারাও স্তব্ধ হয়ে যায়
তার চাহনিতে আমার মনস্তত্ত্ব দুর্বল
ছুঁয়ে ফেলে সাগরের প্রশান্ত জলরাশি।