আকাশ জুড়ে তারার মেলা
বহুমাত্রিক চিন্তার খেলা
অসীম থেকে অসীমে ছুটে
দিগন্ত পেরিয়ে লক্ষ আলোকবর্ষে।
ফেলে আসা হাজারো স্মৃতি
ত্রিমাত্রিক কল্পনার জালে বিস্তৃতি
সময়ের বহুমাত্রিকতায়-
আটকে থাকা মায়ার শিরা উপশিরা।
লক্ষ্য যে অনন্ত-লগ্নে
একান্ত দৃষ্টি সেই চোখের প্রান্তে
হারিয়ে যাচ্ছে সব মোহের ডাক
দিগ্বিদিক অসীমতায়।
ঘড়ির কাঁটার স্তিমিত চলন
মৃত্যুর পথ ক্রমশ দীর্ঘায়ন
সেই জগৎ যে হারিয়ে যায়-
এ জগতে কত তৃষ্ণা -হায়!!!