স্নিগ্ধ বাতাস বইছে যে দারুণ
একলা বসে দেখছি শুধু তোকে,
কী মায়া যে লুকিয়ে রেখেছিস-
ওই দুই কাজল চোখে।
তোর সরলতা এক অপার সৌন্দর্য
করেছে আমায় অসীম মুগ্ধ,
হারিয়ে যাই শুধু তোরই মাঝে
রূপকথার ও-ই সকাল সন্ধ্যা-সাজে,
তোর ওই হাসির ছন্দে-
সজীবতা ছড়িয়ে যায় আমার রন্ধ্রে রন্ধ্রে
প্রান সঞ্চার হয় এই  হৃদয় জুড়ে,
তুই যে এক অসীম মায়ার অপার মুগ্ধতা-
যেন এক পূর্ণতা আমার জীবন মাঝে।

২০-০৫-২০২২