কতো একা এই রাত্রি প্রহর-
কত নিশ্চুপ এই দিন বহর,
সেই ফেলে আসা কত সুখের প্রহর
আজ হাহাকার এই মনের শহর।

এই অবেলার শত গল্পগুলো
ডুবে গেছে সেই সূর্যাস্থের সৈকতে,
আড্ডার সেই কফি হাউস
আজ ধুলো-জমা তার টেবিল চেয়ার।

সেই ডুবে যাওয়া কিছু প্রেমের ঘোরে -
আজ একাকীত্ব এই মনের ঘরে,
নিশ্চুপ সেই হাসিমুখ গুলো,
ছুটে চলে একবিন্দু সুখের খোঁজে।

দমবন্ধ করা প্রতিটি নিশ্বাস,
আজ ছুটে চলে মৃত্যু রথে।

তবু থামব না, আমরা হারবো না
গাইবো আর শত দুখের গান,
উঠবো আমরা, বাজাবো সুরধ্বনি,
থাকবো না আর নিশ্চুপ  --
একদিন আসবেই জয়ধ্বনি !!!

২১-০৮-২০২০