শুভ্র নীল আকাশ,
দিগন্ত বিস্তৃত সবুজের লীলাভূমি-
সমতলের সহিত সুউচ্চ পাহাড়ের এক অপার মেলবন্ধন।
সহস্র ক্রোশ বিস্তৃত সোনালী শাখা,
শাপলা-পদ্মে পরিপূর্ণ সমগ্র দিঘি,
মৎস্য সম্পদের ভান্ডার নদী, হাওড়-বাওড়।
নানান রূপ রেখায় রঙিন মানুষের সরল-প্রান,
হাজারো বছরের কথিত বাংলার এই চিত্রপট-
এখনো যেন বহন করছে আমার জন্মভূমি।
চোখকে যেন বারবার আকৃষ্ট এ-ই অপরূপা
মৃত্যুতেও তৃষ্ণা মিটবে না আমার-
সহস্র বার জন্ম হলেও!
এ-যে আমার জন্মভূমি, আমার জন্মভূমি -
এখানে মরিতে চাই না আমি!!
১৫-০৬-২০২০