এই নগরীর ক্লান্তি ঘনীভূত হয় মধ্যরাতে
এক পায়ে দাঁড়িয়ে ল্যাম্পপোস্ট-
পোস্টার ব্যানার গুলো যেন পাহাড়ায় মগ্ন,
অলিগলিতে জ্যোৎস্নার মায়াজাল
ছেঁড়া-পৃষ্ঠাগুলো খুঁজে ফেরে বিভক্তির সন্ধান।
হঠাৎ কুহেলিকা ঢেকে দেয় চাঁদকে
স্বপ্নগুলোতে হানা দেয় আধারিকা
শুনশান নীরবতা আঁকড়ে ধরে চারপাশ,
তবুও থেমে নেই গল্পটা ..... ….. .….।