আমি আসিয়াছি বারেবারে
তব পাইনি তাহার মন,
আমি দেখিয়াছি বারে-বারে
তব ফিরে না দু-নয়ন।
আমার হৃদয়ও মাঝারে
আর বসিবে কোন জন!
আমি তাহারও সনে, নীমিত লোচনে
আঁকিয়াছি এ জীবন।
আমি সন্ধ্যারও ক্ষণে, ভাবি নিজ মনে
তাঁহারি পদচারণ,
তব পাই নে তার দেখা,
ছুটে চলি একা -- এ সমগ্র ভুবন।
আজ তাহারও ধ্বনি -
বাজে ক্ষণে ক্ষণে
ছুটে চলে এই মন।
আজও তাহারও দেখা-
পাই যে সে কোথা,
থামবে না এ চরণ।
তবও বৃষ্টিরও সনে,
ভাবি মনে মনে -
জীবনের রচন!!!
১৯-০৯-২০২০