রঙিন এ জীবনের প্রতিটি পাতায়
কতো কথা লিখা আছে সযত্নে,
কতো স্মৃতি ক্ষয়ে গেছে সময়ে সময়ে
লিখা আছে সেগুলোও স্বস্নেহে।
প্রতি পাতায় কতো মুখ নতুন এলো
পুরাতন কতো মুখ চলে গেলো,
আপন মানুষদের বিদায় বেলায়-
বেদনার পাল্লা ভারি হলো।
কিছু হাসি কিছু কান্না মিশে সেথা
রচিত এ জীবনের সকল কথা
প্রেম আর বিরহের সংমিশ্রণে-
পেয়ে গেছে সেগুলো পূর্ণতা।
নদীর মোহনার মতো জীবন চলে
ক্ষণে ক্ষণে সেখানে রদবদল,
আপন মহিমায় স্বকীয় যারা
হয়ে যায় তাদের দিন-বদল।
কর্মে ধর্মে যারা সদা নিষ্ঠ
হয় শুধু তাঁরাই জগৎ শ্রেষ্ঠ,
আলস্যকে যারা আঁকড়ে ধরে রয়
দিনশেষে হয় তাদেরই পরাজয়।
তা-ই এমনই ভাবে তৈরি হোক এই জীবন
মরিলে কাঁদবে এই সমগ্র ভুবন।
১৭-০৯-২০২২