যেতে মন নাহি চায়
তবু যেতে হইবে সাবাইকে।
এইতো সময়,
রচিয়া-লও নিজের শিল্প
গাঁথিয়া-লও অমর গাঁথা,
আপন শিল্প মাধুরীতে ভরিয়া তুল ভুবন।
স্নিগ্ধ-কোমল পথে পথে,
ছাপিয়া রাখো নিজের চরণ।
দর্শন তরী ভাসাও নব নব স্থানে
দ্বীপে-বনে চাক্ষুষ করো সৃষ্টির মাধুরি।
হে তুমি, আক্ষেপ রাখিও না মনে,
আপন ভুবন সাজিয়া তুলো-
আপন মনো আঙ্গিকে,
জোছনার আলো করিও দর্শন-
না হইলে দেখিবে না সৃষ্টির দর্পন।
বারে বারে বলি হে তোমাকে-
স্রষ্টার এই অপূর্ব সৃষ্টির সমগ্র মহিমা,
প্রত্যক্ষ করিতে পারিবে না মানব এক জনমে।
তবু রাখিও না তৃষ্ণা,
যতদূর পার দেখিয়া নাও ভুবন-
রচিয়া নাও ভুবনময় ।
20-06-2020