এই শহরের যাদুর খেলায় তোমার আমার স্বপ্ন
ধূলো জমে পড়ে আছে ওই সাদা খামের পত্র
কতোদিন যে দেখিনা ভোর, চেনা বিকেলের গন্ধ
অযাচিত সব মায়ার মাঝে আমরা আচ্ছন্ন,
তোমার চোখে কাজল আঁকা, আমি পিপাসায় ক্লান্ত
তোমার মাথায় চিন্তার জাল কেনো উদভ্রান্ত!
এই শহরের কোলাহলে আমার মৃত মস্তিষ্ক
স্তব্ধ হয়ে খুঁজে ফিরে আজ জীবনের অস্তিত্ব।
নেশায় নেশায় পাখিদের ডাক মুক্ত আকাশ তলে
ভোরের শেষে চোখের ফাঁকে আলোর মিছিলে,
হারিয়ে গেছে সেদিনের ওই শীতল হাওয়ার ছোঁয়া
জাগরণে আজ উঠছে যে ভীষণ কালো ধোঁয়া,
ধূসর মেঘে সজ্জিত ওই দূরের আকাশ
প্রেমহীন এই শহর যে এক নতুন ইতিহাস!!!