শত শত ফুলের মাঝে তুমি অপরূপ
একলা রাতে তুমি জোছনা সরূপ,
বৃষ্টি শেষে তুমি শীতল হাওয়া
তোমার স্পর্শ এক উষ্ণ ছোঁয়া।
শেষ বিকেলের তুমি আবছা আলো
নতুন ছন্দ নিয়ে গান তোল,
সে গানের সুরে কতো স্বপ্ন মাখা -
তুমি এ হৃদয়ের প্রদীপ শিখা।
স্রোতের মতো কেন ছুটে চলা,
সে স্রোতে আমি আজ ভাসাবো ভেলা।
মনের গহিনে কতো চিত্র আঁক
রং- তুলির মাঝে আমাকে রেখো,
আমার গদ্যে শুধু তোমারই কথা
পদ্য- তে লিখা আছে তোমারই গাঁথা।
তোমাকে নিয়ে ঘুরবো আমি ওই দেশে-
যেখানে নদী এসে থেমে গেছে,
চলে যাব এ জগতের শেষ সীমানায়
পরিশেষে আমি শুধু তোমাকেই চাই!!
০৯-০২-২০২২ ইং