শত বর্ষার বৃষ্টি আমি তোমায় দিব
জোছনার আলোর মলিনতা তোমায় ছোঁয়াব
আকাশ প্রান্তরে ছুটব আমি
কিংবা সৈকতের বালুচরে তোমায় নিয়া,
সীমান্তের শেষে লাল আভায়
সন্ধ্যা দেখবো তোমার সাথে,
ল্যাম্প পোস্টের নিয়ন আলোয়
মধ্য রাতের শহর তলে
ফুঁসে উঠবে প্রেমের জগৎ
তোমার শত অভিযোগের অন্তরালে।

তোমার দুচোখের প্রান্তে তাকিয়ে থেকে নিরন্তরে
স্বপ্ন আমার হারিয়ে পালায়
দূরে কোনো তেপান্তরে,
আমার কবিতার সুর ওঠে রঙিন বসন্তের মাঝে
তোমার উপন্যাস কথা বলে চায়ের কাপের আঁচে।

দৃষ্টি কবেই থমকে গেছে
তোমার কেশের কালো মেঘে,
স্নিগ্ধ ঘ্রাণের মোহের ভেলায়
আজও ভাসছি অসীম তটে।

০৭-০৫-২০২৪