বিষন্নতা -- ঘিরে ধরেছে চারপাশে
ভালো লাগেনা যেন কিছু আশেপাশে,
রৌদ্রোজ্জ্বল দিনগুলো কেটে যায়-
কালো সাঁজে।
অপেক্ষা বেড়ে যায়-- সময়ের সাথে
হারিয়ে যায় কতো কাব্য দিনশেষে,
আমি আজও খুঁজি তাই-
নগরীর ওই গলি-টায়,
সেই হাসি মুখ -
যা হারিয়েছে বহুদিন।
কোলাহল ঘিরে আছে -
এই চারপাশের দুনিয়ায়,
আমি বেঁচে রই - তার প্রতীক্ষায়,
যেন হায় -- সে হারায়-
মিশে যায় নিরালায়,
যেখানে সব মিলে একাকার ভুবন।
আমায় নিয়ে যাও, সীমানার ওপারে
যেখানে স্মৃতি গুলো ডুবে যাবে অসীমে,
পড়ে থাকব সেথায় - দূর নক্ষত্র পানে ।
২১-১০-২০২২