এসেছি আমি কালান্তরে
দীপ্ত প্রদীপের আলো ছড়িয়ে দেব ঘরে ঘরে,
দেখাবো মানুষকে বাস্তব জ্ঞানের আলো
যেন সমাজে তারা বাস করে সুশীল হয়ে।

তিক্ততা করব দূর মানুষের মন থেকে,
যেন আনন্দধারা বয়ে চলে পৃথিবী ভরে।
এসেছি আমি সময়ের অনন্ত লগ্নে
দূর করতে সকল কুসংস্কার সমাজ থেকে।

প্রতিটি মানুষের মনে রূপিত করব সাম্যের ধ্বনি,
সমাজ থেকে দূর হবে লাঞ্ছিত বঞ্চিতদের কান্নার ধ্বনি,
ছড়িয়ে দেব সবার মাঝে নিষ্ঠার বাণী,
সমাজ আবার ফিরে পাবে সুখের আনন্দধ্বনি।

বিজ্ঞানের অগ্রযাত্রা করব আরো বিস্তৃত,
কোনো জীব আর হবে না মহামারীর দ্বারা মৃত।
সমগ্র সংসার অনুসরণ করবে একই পথ-
ভেদাভেদ ভুলে যাবে সমাজের বিভিন্ন মত,
সততা হবে সকলের পরমব্রত,
পাপ আর করবে না গ্রাস -- সমাজকে অবিরত!!


১৯-০৪-২০২০