দুর্নীতি এখন চারপাশে
যে সরল, সেই ফাঁসে
তুমি ভালো আমি ভালো
সবদিকে টাকা কালো।
অফিসে যেই ঘুষ দিলো
নিমিষেই কাজ হয়ে গেলো,
চারিদিকে ফুসফাস
চোরেরা সব করছে রাজ,
ভালো মানুষ কাটছে ঘাস
ধরা পড়লে শুধু একমাস।
দিনদুনিয়া কই গেলো
সাধুরাও সব ডাকাত হলো
কে চোর কে সাধু
চেহারায় সব আদু
মনে হয় শান্ত শিষ্ট -
আসলে তারা লেজ বিশিষ্ট।
চারদিকে চাঁদা তুলে
মাথার ছাদে চুল তুলে
কোর্ট-টাই শার্ট পড়ে-
মোবাইলেতে সেলফি তুলে।
হেসেখেলে বারোমাস
চারিদিকে করে ত্রাস,
চাকরি করে চাচার জুড়ে
গরিবের টাকায় বিদেশ ঘুড়ে।

২৭-০৮-২০২২